ফের রোগীরা আসছেন আইভিএফ সেন্টারগুলিতে

কোভিড সংক্রান্ত অতিমারিতে অন্যান্য চিকিৎসার মতো বন্ধ্যাত্বজনিত চিকিৎসাও যথেষ্ট বাধাপ্রাপ্ত হয়েছে। লকডাউন পর্বের শেষে আবার হাসপাতালের ওপিডি চালু হচ্ছে, চিকিৎসকরা রোগী দেখছেন, এতদিন বন্ধ থাকা চিকিৎসা আবার চালু হচ্ছে, আর সেইসঙ্গে গুয়াহাটির আইভিএফ সেন্টারগুলিতে রোগীরা ফিরে আসতে শুরু করেছেন। তবে জীবন এখন অনেকটাই স্বাভাবিক।  

কোভিড১৯-এর কারণে সুরক্ষা নিশ্চিত করার জন্য গুয়াহাটির আইভিএফ সেন্টারগুলিতে সবরকম নিয়মবিধি মেনে চলা হচ্ছে। গুয়াহাটির প্রতীক্ষা হসপিটালের ডাঃ দিগন্ত ডেকা এপ্রসঙ্গে জানালেন, এই অঞ্চলের আইভিএফ সেন্টারগুলিতে এখন ৫০ শতাংশ বেশি রোগীর দেখা মিলছে। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে রোগী দেখা হচ্ছে বলে রোগীদের অপেক্ষা করে থাকার সময়ও অনেক কমে গেছে।

কিছু কিছু পরামর্শের জন্য টেলি-কনসাল্টিং ব্যবস্থার সাহায্য নেওয়া হচ্ছে, ফলে সবসময়ে সশরীরে আসার প্রয়োজন হচ্ছে না। সেন্টারগুলিতে কিছু নিয়মবিধি বাধ্যতামূলক করা হয়েছে, যেমন থার্মাল চেক, স্যানিটাইজেশন ও মাস্ক ব্যবহার। এখন আইভিএফ সেন্টারগুলিতে ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য নিকটবর্তী শহরগুলি থেকেও গুয়াহাটির স্পেসালাইজড সেন্টারগুলিতে রোগীরা আবার আসছেন। আশা করা হচ্ছে, আগামীদিনে আরও বেশিসংখ্যক রোগী চিকিৎসার জন্য ফিরে আসবেন, কারণ ইন্টার-স্টেট ও ইন্টার-ডিস্ট্রিক্ট যাতায়াত স্বাভাবিক হয়ে যাচ্ছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *