বিরাট কোহলি ও অভিনেত্রী তমন্না ভাটিয়াকে গ্রেফতারের আর্জি

একটি অনলাইন জুয়ো খেলার অ্যাপের প্রচার করায় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী তমন্না ভাটিয়াকে গ্রেফতারের আর্জি জানিয়ে পিটিশন দায়ের হল মাদ্রাজ হাইকোর্টে। এইসব অ্যাপগুলি বিরাট কোহলি, তমন্না ভাটিয়ার মতো তারকাদের দিয়ে প্রচার করাচ্ছে। এতে যুব সম্প্রদায় আরও সহজে সেদিকে আকৃষ্ট হচ্ছে। তাই বিরাট, তমন্নাদের গ্রেফতার করা উচিত।

চেন্নাইয়ের এক আইনজীবী এই পিটিশন দায়ের করেছেন। এই পিটিশনে আবেদন করা হয়েছে সব ধরনের অনলাইন জুয়ো খেলার অ্যাপ যেন নিষিদ্ধ ঘোষণা করে মাদ্রাজ হাইকোর্ট। কারণ এই ধরনের অ্যাপের দিকে যুব সম্প্রদায় আকৃষ্ট হচ্ছে। ফলে তাদের ভবিষ্যতের ক্ষতি হচ্ছে। পিটিশনে ওই আইনজীবী এক যুবকের কথা জানিয়েছেন, যিনি জুয়ো খেলার জন্য ধার নিয়ে তারপর সেই টাকা ফেরত দিতে না পারায় আত্মহত্যা করেন। আইনজীবী জানিয়েছেন, সম্প্রতি তামিলনাড়ুতে যুব সম্প্রদায়ের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়ে গিয়েছে। তার কারণ হল, এই ধরনের অনলাইন জুয়োতে তারা অনেক টাকা হারাচ্ছে। ফলে বাধ্য হয়ে আত্মহত্যার মতো ঘটনা ঘটাচ্ছে তারা। ব্লু হোয়েলের মতো গেমের সঙ্গে এই অ্যাপগুলির তুলনা করেছেন ওই আইনজীবী। যদিও এই বিষয়ে বিরাট কোহলি বা তমন্নার তরফে কোনও মন্তব্য করা হয়নি।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *