কর্মপ্রার্থীরা যাতে কাজের সন্ধান করতে ও নিজেদের প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে ভারতের অন্যতম টেক-জায়ান্ট ‘বেটারপ্লেস’ লঞ্চ্ করল একটি এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপটি তৈরি হয়েছে ছয়টি ভাষা-বিশিষ্ট ‘মাল্টিলিঙ্গুয়াল ইন্টারফেস’-সহ – ইংরেজি, হিন্দি, কন্নড়, তেলুগু, তামিল ও হিংলিশ।
অ্যাপটির মাধ্যমে ১২০০টিরও বেশি কোম্পানিতে ১০ লক্ষেরও বেশি কাজের সুযোগের সন্ধান পাবেন ব্লু-কলার জব-সীকাররা। আগ্রহী প্রার্থীরা অ্যাপে বিনা খরচে নিজেদের সিভি তৈরি করতে এবং রেফারেন্সের জন্য বন্ধু ও সহকর্মীদের সঙ্গে তা শেয়ার করতে পারবেন। ডেলিভারি পার্টনার, রাইডার পার্টনার, ড্রাইভার পার্টনার, ফিল্ড অ্যাসোসিয়েট, রিটেল অ্যাসোসিয়েট, টেলিকলার, ইলেক্ট্রিসিয়ান ইত্যাদি ১০০০টিরও বেশি ধরণের কাজের খোঁজ করা যাবে এই অ্যাপ থেকে। সেইসঙ্গে, ৩০,০০০ টাকারও বেশি মাসিক বেতন পাওয়ার সুযোগ পাবেন কর্মপ্রার্থীরা। গুগল প্লেস্টোর থেকে বেটারপ্লেস অ্যাপটি পাওয়া যাবে।