বড়সড় গুঞ্জন ঘাসফুল শিবিরে যুক্ত হতে পারেন এই অভিনেতা

শুরু হলো বড়সড় গুঞ্জন। তবে কি এবার তিনিও যুক্ত হতে চলছেন রাজনীতির সাথে? আসতে চলেছেন কি রাজ্য রাজনীতিতে? এই সব প্রশ্নই এখন ঘুরছে রাজ্যে রাজনৈতিক শিবিরে। যশবন্ত সিনহার পর এবার তৃণমূলে যোগ দিতে পারেন শত্রুঘ্ন সিনহা। কোভিড আবহে গতবছরের মতো এবারেও ধর্মতলায় সীমিত সংখ্যক কর্মী-সমর্থক নিয়ে পালিত হবে ২১ জুলাই। তবে শহিদ দিবসে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলনেত্রী। জানা গিয়েছে, ঐদিন যোগ দিতে পারেন BJP-র প্রাক্তন সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহা। সবকিছু ঠিক থাকলে শহিদ দিবসের মঞ্চেই ঘাসফুলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিহারীবাবু। যদিও তৃণমূলের তরফ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে তৃণমূল কর্মীদের অন্দরে।

তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছাও জানিয়েছিলেন বিহারীবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’ বলেও উল্লেখ করেন তিনি। এর আগেও অবশ্য তৃণমূলের সভায় তাঁকে দেখা গিয়েছিল। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শত্রুঘ্ন সিনহা বিজেপির সাংসদ থাকলেও গত বছরই তিনি বিজেপি ত্যাগ করেছেন। গতবছর লোকসভা নির্বাচনের আগেই তিনি বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। তবে আগামী দিনে তিনি কী তৃণমূলে যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তর তিনি সরাসরি না দিলেও দিলেন অন্যভাবে। তিনি জানালেন, রাজনীতি সম্ভাবনার জায়গা, এখানে যখন তখন যা কিছুই হতে পারে। আগে থেকে কিছুই বলা সম্ভব নয়।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *