ভাইরাস নির্ণয়ে অ্যাবটের অ্যান্টিবডি টেস্ট

কলকাতা, ৪ মে: ল্যাবরেটরি-বেসড সেরোলজি ব্লাড টেস্টের দ্বারা অ্যান্টিবডি ইগজি (IgG) নির্ণয়ের জন্য জন্য সিই মার্ক পেলো অ্যাবট। ইগজি কোনও ব্যক্তির শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি চিহ্নিত করে। কোনও ব্যক্তি আগে সংক্রমিত হয়েছিলেন কীনা, তা জানার জন্য অ্যান্টিবডি টেস্ট গুরুত্বপূর্ণ। এর দ্বারা ভাইরাসের চরিত্র জেনে নেওয়া যায়, সেইসঙ্গে জানা সম্ভব শরীরে অ্যান্টিবডির স্থায়ীত্ব কতদিন এবং তা রোগপ্রতিরোধ ক্ষমতা জোগাতে পারে কীনা। এইসব তথ্য জানা থাকলে তা চিকিৎসার ও ভ্যাকসিন তৈরির কাজে সহায়তা করতে পারবে। অ্যাবটের সার্স-কোভ-২ ইগজি (SARS-CoV-2 IgG) টেস্ট ইগজি অ্যান্টিবডির উপস্থিতি নির্ণয় করে, যেটি হল এমন এক প্রোটিন যা সংক্রমণের শেষ পর্যায়ে শরীরে তৈরি হয় এবং তা সুস্থ হয়ে ওঠা মানুষের শরীরে কয়েকমাস এমনকী কয়েকবছরও থেকে যেতে পারে। অ্যাবটের ইগজি অ্যান্টিবডি টেস্ট প্রথম পর্যায়ে পাওয়া যাবে তাদের আর্কিটেক্টআই১০০০এসআর (ARCHITECTi1000SR) ও আই২০০০এসআর (i2000SR) ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্ট ব্যবহারের দ্বারা। ভারতে অ্যাবট-এর ডায়াগনোস্টিকস বিজনেস-এর জেনারেল ম্যানেজার ও কান্ট্রি হেড নরেন্দ্র বর্দে এপ্রসঙ্গে বলেন, অ্যাবট কোভিড-১৯ প্যান্ডেমিকের মোকাবিলায় তার টেস্ট খুব দ্রুত বাজারে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছিল। এটা খুবই গর্বের বিষয় যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই অ্যাবটের অ্যান্টিবডি টেস্ট জোগান দেওয়া যাবে, যা কারও শরীরে ভাইরাস রয়েছে কীনা তা জানার কাজে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *