গর্বের সঙ্গে নিজের ২০ বছর পূর্তি উদযাপন করছে ভারতের জনপ্রিয় গাড়ি ‘মারুতি সুজুকি অল্টো’। অল্টো হল ভারতের প্রথম বিএস৬ বিধিসম্মত এন্ট্রি-লেভেল গাড়ি। মারুতি সুজুকি অল্টো পেট্রোল ও ফ্যাক্টরি-ফিটেড সিএনজি অপশনে পাওয়া যায়। দেশের ১৯০০টি শহরে মারুতি সুজুকির এরিনা সেলস নেটওয়ার্কের ২৩৯০টি ডিলার সেলস আউটলেট থেকে অল্টো বিক্রয় হয়। আইকনিক ব্র্যান্ডে পরিণত হওয়া অল্টো সময়ের সাথে সাথে নিজেকেও বদলে নিয়েছে তরুণ প্রজন্মের জন্য। ‘দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ শিরোপায় ভূষিত মারুতি সুজুকি অল্টো ৪০টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। গত দুই দশকে অল্টো’তে বহু পরিবর্তন আনার সঙ্গে আপগ্রেডও করা হয়েছে। বর্তমানে অল্টোর প্রিমিয়াম ফিচারগুলির মধ্যে রয়েছে টাচস্ক্রিন স্মার্টপ্লে ইনফোটেইনমেন্ট সিস্টেম, ইবিডি-যুক্ত এবিএস, ডুয়াল টোন ইন্টেরিয়র, ডুয়াল এয়ারব্যাগস ইত্যাদি। ২০০০ সালে অল্টো লঞ্চ্ করা হয়েছিল। ২০০৪ সালের মধ্যে তা ভারতের সর্বাধিক বিক্রিত গাড়িতে পরিণত হয়ে যায়। ২০০৮ সাল নাগাদ অল্টো দেশের ১০ লক্ষ পরিবারের সদস্য হয়ে ওঠে। ২০১২ সালে ২০ লক্ষের ও ২০১৬ সালে ৩০ লক্ষের মাইলস্টোন অতিক্রম করে অল্টো। গত আগস্টে অল্টো ৪০ লক্ষের বিক্রয়সীমা অতিক্রম করেছে।