ম্যাকডাওয়েলস নাম্বার ১-এর #ইয়ারিকেরঙ প্যাক

#ইয়ারিকেরঙ নামে একটি লিমিটেড এডিশন প্যাক (এলইপি) লঞ্চ্‌ করল ম্যাকডাওয়েলস নাম্বার ১। রঙের উৎসব উদযাপনের জন্য লঞ্চ্‌ করা এই গোল্ডেন ও সিলভার প্যাকেজিংয়ে ব্যবহার করা হয়েছে ইয়েলো, ব্লু ও পিংকের ছটা। এই প্যাকের মাধ্যমে তুলে ধরা হয়েছে রঙের মতো বন্ধুত্বেরও কোনও সীমানা থাকে না, সেই বার্তা। জনপ্রিয় শো মির্জাপুরের তিন ইয়ার দিব্যেন্দু, শ্বেতা ত্রিপাঠি ও বিজয় ভার্মা একসঙ্গে রঙের উৎসব পালনের উপায় বের করেছেন। একটি নতুন ব্র্যান্ডেড ভিডিয়ো কনটেন্টে তারা দেখিয়েছেন লিমিটেড এডিশন প্যাক ব্যবহার করে কেমন করে পরস্পরকে রঙ দেওয়া যায়। অন্য একটি ভিডিয়োতে ম্যাকডাওয়েলস নাম্বার ১-এর ‘ইয়ারা রঙ ভুলা দে রঙ’ ওরিজিন্যাল ট্র্যাক পাওয়া যাবে, যেটি খ্যাতনামা মিউজিসিয়ান তানিশক বাগচি রচনা ও কম্পোজ করেছেন। উল্লেখ্য, ম্যাকডাওয়েলস নাম্বার ১ #ইয়ারিকেরঙ এলইপি-তে একটি কিউআর কোড রয়েছে যা ব্যবহার করে সোস্যাল মিডিয়ায় বন্ধুরা নিজেদের মধ্যে রঙের উৎসবে মেতে উঠতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *