রিউম্যাটিক রোগ আয়ু ক্ষয় করে

ভার্চুয়াল পন্থায় রিউম্যাটোলজি সপ্তাহ পালনের উদ্বোধন উপলক্ষে সমবেত হয়েছিলেন ভারতের বিশিষ্ট রিউম্যাটোলজি বিশেষজ্ঞরা। ইন্টিগ্রেটেড হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং কাউন্সিলের (আইএইচডব্লিউ) সহযোগিতায় এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল ইন্ডিয়ান রিউম্যাটোলজি অ্যাসোসিয়েশন (আইআরএ)। আলোচকগণ তিনটি প্রধান রিউম্যাটোলজিক ডিজিজের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য পেশ করেন। সেগুলি হল: রিউম্যাটয়েড আর্থ্রাইটিস, অ্যাঙ্কিলোসিং স্পন্ডিলাইটিস ও সিস্টেমিক লুপাস এরিথিমেটাস (এসএলই)।

অনুষ্ঠানে আলোচকরা জানান, রিউম্যাটিক ডিজিজ শুধু বেদনা ও অক্ষমতার কারণ তা নয়, এথেকে পুরুষ ও মহিলা উভয়েরই আয়ু হ্রাস পায়। সেইকারণে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের খ্যাতনামা রিউম্যাটোলজিস্টগণ। তাঁদের উদ্বেগের প্রধান কারণ, রিউম্যাটিক ডিজিজ চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যক বিশেষজ্ঞের অভাব থাকায় এদেশের এক-চতুর্থাংশ মানুষকে অসুবিধা ভোগ করতে হচ্ছে। বক্তাদের আবেদন: প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত যোজনার আওতায় আনা হোক রিউম্যাটিক ডিজিজগুলিকে। তাহলে আরও বেশিসংখ্যক ভুক্তভোগী মানুষ চিকিৎসার সুযোগ গ্রহণ করতে পারবেন।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *