শিক্ষা বিষয়ে অ্যামওয়ে-ফিকি ওয়েবিনার

সম্প্রতি ফিকি’র (FICCI) সঙ্গে যুক্ত হয়ে অ্যামওয়ে ইন্ডিয়া একটি ওয়েবিনারের আয়োজন করেছিল, যার বিষয় – ‘এনেবলিং ফিউচার এডুকেশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া’। এই ভার্চুয়াল ইভেন্টে উপস্থিত ছিলেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, মণিপুরের শিক্ষামন্ত্রী টিএইচ রাধেশ্যাম সিং, ফিকি নর্থ-ইস্ট অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জিৎ বরঠাকুর ও আরও অনেকে। ‘কোয়ালিটি এডুকেশন’কে নাগালের মধ্যে আনার বিষয়টিতে লক্ষ্য রেখে এই ওয়েবিনারে জোর দেওয়া হয় প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির অবাধ ব্যবহার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলায় জ্ঞান, দক্ষতা, আগ্রহ ও মূল্যবোধের প্রয়োজনীয়তার উপর। 

ওয়েবিনারের অন্যতম প্যানেলিস্ট, অ্যামওয়ে ইন্ডিয়া’র ভাইস-প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স) রজত ব্যানার্জি জানান, ‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে অ্যামওয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশে দক্ষতা উন্নয়ণ ও মেধাচর্চার ক্ষেত্রে অবদান রেখে চলেছে। অ্যামওয়ের কিছু উদ্যোগের সঙ্গে সহযোগিতা করার জন্য ফিকি’র প্রতি তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন অ্যামওয়ে এই রিজিয়োনে দুঃস্থ মানুষজনের শিক্ষা ও উন্নয়ণে কাজ করে চলেছে বিগত কয়েক বছর ধরে। 

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *