পশ্চিমবঙ্গে ব্যবসা বৃদ্ধির জন্য কাস্টম ফার্নিচার স্টার্ট-আপ উডেন স্ট্রিট কলকাতায় দুইটি নতুন এক্সপিরিয়েন্স স্টোর খুলতে চলেছে। প্রথমটি চালু হল সল্ট লেকের আবাসিক এলাকায়। পরের স্টোরটি খোলা হবে ৬ মাসের মধ্যে। নতুন স্টোরটি হল ফার্নিচার, ফার্নিশিং ও ডেকর অ্যাক্সেসরিজের ওয়ান-স্টপ শপ। এক মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের লক্ষ্য নিয়ে নেমেছে উডেন স্ট্রিট । কোম্পানির লক্ষ্য হল পূর্ব ও দক্ষিণ-পূর্ব ভারতে প্রসারণ ঘটান।
গ্রাহকদের কোম্পানির কোয়ালিটি ও সার্ভিস সম্পর্কে জানাতে এইসব এক্সপিরিয়েন্স স্টোর টাচ-অ্যান্ড-ফীল পয়েন্ট হিসেবে কাজ করবে। দেশব্যাপী প্রসারণ ঘটানর জন্য আগামী ১২ থেকে ১৪ মাসের মধ্যে একাধিক স্টোর খুলবে উডেন স্ট্রিট। এখন ভারতের ১৫টি শহরে এই কোম্পানির ২৫টিরও বেশি স্টোর চালু রয়েছে। এইসব স্টোর থেকে ৩০০টিরও বেশি শহরে ১০,০০০-এরও বেশি ফার্নিচার ও ডেকর প্রোডাক্ট সরবরাহ করার ব্যবস্থা রয়েছে।