সিকিম বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলাকে

বিদেশ সচিব শ্রী হর্ষ বর্ধন শ্রিংলা আজ থেকে আগামী দু’দিনের জন্য সিকিম সফরে এসেছেন। ফোরথ গ্লোবাল লেকচারে অংশ গ্রহ্ণ করার জন্য সিকিম বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে মাননীয় হর্ষ বর্ধন শ্রিংলাকে আমন্ত্রণ জানোনা হয়েছে। এই অনুষ্ঠানে তিনি উত্তর-পূর্বাঞ্চলে ভারতের বৈদেশিক নীতির প্রভাব বিষয়ে আলোচনা করবেন। বিদেশমন্ত্রকের সহযোগিতায় ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস অফ সিকিম, এই অনুষ্ঠানটির আয়োজন করেছে।

চীন, নেপাল, ভুটান সহ বাংলাদেশ সংলগ্ন শিলিগুড়ির করিডর, সিকিমের সাথে আন্তর্জাতিক সীমানা সরাসরি যুক্ত থাকার জন্য সিকিম ভারতের অ্যাকট ইস্ট পলিসির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয় সংস্থাগুলিকে ব্যবহার করে উত্তর-পূর্বঞ্চলের উন্নয়নে ভারত সরকারের কাজের ফলে সিকিম উন্নততর পর্যায়ে পৌঁছেছে।

অ্যাকট ইস্ট পলিসি রাজ্য সরকারের শিক্ষা খাতে উল্লেখযোগ্য বিনিয়োগকে আকর্ষণ করায় সিকিম শিক্ষার অন্নতম প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে যা সেই অঞ্চলের পাশাপাশি প্রতিবেশি দেশের শিক্ষার্থীদের আকর্ষণ করে থাকে। ২০১৯ সালের আগস্ট মাসে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পক্ষ থেকে সিকিম বিশ্বের প্রথম ১০০% জৈব (সম্পূর্ণ জৈব উপায়ে কৃষিকাজ) রাজ্যের মর্যাদা পায় যা হর্টিকালচার এবং ঔষধি গাছের ক্ষেত্রে বিনিয়োগের পাশাপাশি রপ্তানির পথ প্রশথ্য করেছে। বিদেশ মন্ত্রক এই সমস্ত ক্ষেত্রে সিকিমের রাজ্য সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে চলেছে।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *