সিবিআই, ইডি’র পাশপাশি সুশান্ত সিং রাজপুত মামলায় মাদক যোগ প্রকাশ্যে আসায়, আলাদা করে তদন্ত শুরু করেছে ভারতের নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো। নার্কো বিভাগের নজরেও এবার সুশান্তের বহু চর্চিত বান্ধবী রিয়া সহ বেশ কয়েকজন। রয়েছেন রিয়া চক্রবর্তীর পরিবার, সিদ্ধার্থ পিঠানি, নীরজ, স্যামুয়েল মিরান্ডা প্রমুখরা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই মামলায় প্রতিটি সম্ভাব্য দিক খতিয়ে দেখছে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই মামলায় প্রধান অভিযুক্তদের পলিগ্রাফ টেস্টের পথে যেতে পারে, যদিও এখনও নিশ্চিত করে কিছুই বলা হয়নি। কারণ, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর তদন্তকারী অফিসাররা এ পর্যন্ত যাঁদের যাঁদের জেরা করেছেন, তাঁদের বয়ানে সন্তুষ্ট নন, কারণ এঁদের প্রত্যেকের বয়ানে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। বিশেষ করে সিদ্ধার্থ পিঠানি, নীরজ, স্যামুয়েল মিরান্ডার।
সূত্রের খবর, সিবিআই-এর তরফে জানানো হয়েছে যে, পলিগ্রাফ টেস্ট যেকোনো হাই-প্রোফাইল কেসের একটা অংশ। সোজা কথায় বললে, একে লাই ডিটেক্টর টেস্টও বলা হয়ে থাকে।