৩০ শতাংশ আমানত বেড়েছে বন্ধন ব্যাংকে

বন্ধন ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। সম্প্রতি ঘোষিত ২০২০-২১ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। বন্ধন ব্যাংক ২০২০-এর আগস্টে পাঁচ বছর পূর্ণ করেছে। বর্তমানে এই ব্যাংক ৫১৯৭টি ব্যাংকিং ইউনিট ও ব্রাঞ্চের মাধ্যমে পরিষেবা দেয় ২.২৫ কোটি গ্রাহককে। এই ব্যাংকে কর্মী রয়েছেন ৪৭,২৬০ জন।

ব্যাংকের আমানত বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৭১,১৮৮ কোটি টাকা। ব্যাংকের স্থিতিশীলতার পরিচায়ক ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো (সিএআর) বর্তমানে ২৬.২ শতাংশ, যা প্রয়োজনের অপেক্ষা অনেক বেশি। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বেড়েছে ৬২ শতাংশ এবং মোট আমানতের সিএএসএ অনুপাত বর্তমানে ৪৩ শতাংশ। অ্যাডভান্সের দিক থেকে এই ব্যাংকে বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি ঘটেছে ২৩ শতাংশ। মোট অ্যাডভান্সের পরিমাণ এখন ৮০,২৫৫ কোটি টাকা।

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *