৩৫,০০০ কর্মসংস্থান করবে বেদান্ত ফাউন্ডেশন

কর্মহীন তরুণ-তরুণীদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করার লক্ষ্যে বেদান্ত ফাউন্ডেশনের উদ্যোগে চালু করা হয়েছে বেদান্ত রোজগার যোজনা। এই প্রোগ্রামের জন্য বেদান্ত ফাউন্ডেশন হাত মিলিয়েছে কোয়েস কর্পোরেশন লিমিটেডের সঙ্গে। বেদান্ত রিসোর্সেস লিমিটেডের একটি ফিলানথ্রপিক উদ্যোগ হল বেদান্ত ফাউন্ডেশন। ১৯৯২ সাল থেকে তারা ১.৪ মিলিয়নেরও বেশি তরুণ-তরুণীকে তাদের দেশব্যাপী ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলির মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে এই ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রামকে কর্মমুখী স্কিল ট্রেনিং প্রোগ্রামে রূপান্তরিত করা হয়েছে। কোয়েস কর্পোরেশন হল দেশের বৃহত্তম প্রাইভেট সেক্টর এমপ্লয়ার। 

বর্তমানে ৫০টি কেন্দ্রে বেদান্ত রোজগার যোজনার আওতায় ২০০০ জন ব্যক্তি প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী অক্টোবর নাগাদ ২১০টি কেন্দ্র চালু হয়ে যাবে এবং প্রশিক্ষণের পর ২০২১-এর মার্চ নাগাদ ৩০,০০০ থেকে ৩৫,০০০ জনের কর্মসংস্থান করা হবে। তাদের প্রশিক্ষণ ও সার্টিফিকেট দেওয়া হবে বিভিন্ন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কোর্সে, যেমন কনজিউমার সেলস ইন রিটেল, ইলেক্ট্রিক্যাল রিপেয়ার ইন কনস্ট্রাকশন, ডিজিটাল মার্কেটিং, ব্যাংকিং সেলস, সিআরএম, ইত্যাদি। ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং, ব্যাংকিং ও সেলস সার্টিফিকেশন প্রোগ্রাম চালু রয়েছে পশ্চিমবঙ্গের আসানসোল ও ডানকুনিতে অবস্থিত কেন্দ্রগুলিতে। 

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *