সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। মুম্বই পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্টে সুশান্তের মৃত্যুর কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে ‘ঝুলে পড়বার কারণে শ্বাসরোধ হয়ে মৃত্যু’। এবার সুশান্তের পরিবারের আইনজীবী দাবি করলেন সুশান্তের ময়নাতদন্তের ফাইনাল রিপোর্টে তাঁর মৃত্যুর সময় উল্লেখ করা হয়নি।
বিকাশ সিং জানান, ‘পোস্ট মর্টেম রিপোর্ট যা আমি দেখেছি সেখানে সময়ের উল্লেখ করা নেই, যা তদন্তের জন্য অত্যন্ত জরুরি। ওঁকে কি মারবার পর ঝুলিয়ে দেওয়া হয়েছিল নাকি ঝুলে পড়বার কারণেই মৃত্যু তা জানতে সময় জানাটা দরকার’। ময়না তদন্তের রিপোর্টে নির্দিষ্ট সময়ের উল্লেখ করা সম্ভবপর না হলেও একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়। যা তদন্তের জন্য খুবই জরুরি।
গত ১৪ই জুন মুম্বইয়ের বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের দেহ। সুশান্তের দেহের ময়নাতদন্ত করা হয় ডঃ আরএন কুপার মিউনিসিপ্যাল জেনারাল হাসপাতালে। সুশান্তের ওই ফ্ল্যাট থেকে নিকটবর্তী অনেক সরকারি হাসপাতালে ময়নাতদন্তের পরিষেবা মজুত থাকা সত্ত্বেও কেন কুপার হাসপাতালেই সুশান্তের দেহ নিয়ে যাওয়া হল তা নিয়েও নেটিজেনরা প্রশ্ন তুলেছেন।