২০০০ সালে লঞ্চ্ হওয়া অল্টো বছরের পর বছর ধরে ক্রেতাদের গর্বের গাড়ি হয়ে রয়েছে। একটানা ১৬ বছর ধরে ভারতের সর্বাধিক বিক্রিত গাড়ি হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে মারুতি সুজুকি অল্টো। প্রথম-গাড়ি ক্রেতাদের এটি সেরা পছন্দের গাড়ি। ২০০৪ সালে ভারতের সর্বাধিক-বিক্রিত গাড়ি হিসেবে চিহ্নিত হওয়ার পর থেকে দুই দশক ধরে অল্টোর প্রাধান্য চলছে। অল্টোর এই সাফল্যের পশ্চাতে রয়েছে আধুনিক ডিজাইন, হাই ফুয়েল এফিসিয়েন্সি, আপগ্রেডেড সেফটি ও কমফর্ট ফিচার্স এবং স্টাইলিশ লুকস। দেশের প্রথম বিএস-৬ অনুসারী এন্ট্রি লেভেল গাড়ি হচ্ছে অল্টো, যার জ্বালানি সাশ্রয় এরকম : পেট্রোলে ২২.০৫কিমি/লিটার ও সিএনজি’তে ৩১.৫৬কিমি/কেজি। এপ্রসঙ্গে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর (মার্কেটিং অ্যান্ড সেলস) শশাঙ্ক শ্রীবাস্তব জানান, এদেশের অটো ইন্ডাস্ট্রিতে এক নতুন বেঞ্চমার্ক সৃষ্টিকারী অল্টো ১৬ বছর ধরে শীর্ষে রয়েছে, কারণ ৭৬ শতাংশ গ্রাহক অল্টোকেই তাদের প্রথম-কেনা গাড়ি হিসেবে বেছে নিতে পছন্দ করেন।