ইন্ডো-আমেরিকান অভিনেত্রী সম্প্রতি বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হয়েছেন। মিউজিক্যাল কমেডি ‘মিন গার্লস’-এ ভূমিকার জন্য পরিচিত ১৯ বছরের বয়সী অভিনেত্রী অবন্তিকা বন্দনাপু। জানা গিয়েছে, তাঁর নামে গুজব ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে তাঁকে জনপ্রিয় ডিজনি ফিল্ম ‘ট্যাংলেড’এর লাইভ-অ্যাকশন সংস্করণে রাপনজেল চরিত্রে নিয়োগ করা হয়েছে।
রাজকুমারীর ভূমিকায় দক্ষিণ এশীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রীকে নিয়ে বহু টিকটিক ব্যবহারকারীরা তাদের হতাশা প্রকাশ করে ভিডিয়ো পোস্ট করেছেন। একজন ইউজার এক ফর্সা মহিলার কান্নার ছবি দিয়ে ক্যাপশনে লেখেন, ‘আমার ভিতরের ছোট মেয়েটি খুবই দুঃখিত লাইভ-অ্যাকশন রাপুনজেল কাস্টিং নিয়ে।’ অন্য একজন লেখেন, ‘তিনি ডিজনিকে বাতিল করে দিতে চেয়েছিলেন।
নেটিজেনরা নেগেটিভ কমেন্টে অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টগুলিতে ভরিয়ে দেয়। সেখানে অনেকেই কমেন্ট করেন যে তাঁরা অভিনেত্রীকে কখনই রাপনজেল হিসাবে মেনে নেবে না| যদিও কোন আনুষ্ঠানিক নিশ্চিতকরণ হয়নি ডিজনির তরফ থেকে। নেটিজেনদের যুক্তি যে লম্বা কালো চুলের একজন ভারতীয় মহিলা রাপেনজেলের ভূমিকার জন্য উপযুক্ত নয়। জনপ্রিয় অ্যানিমেটেড চরিত্র রাপনজেল। যাঁর বিশাল লম্বা ব্লন্ড চুল।
অবন্তিকা পরিবারের সঙ্গে মার্কিন মুলুকেই বড় হয়েছেন। অভিনয়ের পাশাপাশি অবন্তিকা নাচের তালিমও নিয়েছেন। কুচিপুরি, কত্থক ও ব্যালে নাচে তিনি পারদর্শী। হলিউড ও দক্ষিণভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি টলিউডের জন্য অবন্তিকা অডিশন দিয়েছিলেন। মাত্র ১২ বছর বয়সে ‘স্পিন’-এর সুযোগ আসে তাঁর কাছে। সেসময় তিনি ভারতে ছিলেন। ‘ব্রাহ্মোৎসভম’, ‘মনমন্থন’, ‘প্রেমম’, ‘ভূমিকা’র মতো বহু ছবিতে অভিনয় করেছেন অবন্তিকা।