অভিনেত্রী হিনা খান আক্রান্ত তৃতীয় স্টেজ স্তন ক্যানসারে, কেমন আছেন তিনি?

অভিনেত্রী হিনা খান ক্যানসারে আক্রান্ত। তিনি তৃতীয় স্টেজ স্তন ক্যানসারে ভুগছেন। সোশাল মিডিয়ায় সেই সংবাদ নিজেই জানিয়েছেন হিনা। লম্বা নোটে তিনি ব্যক্ত করেছেন, তাঁর ক্যানসার-লড়াইয়ের কাহিনি। অনুরাগীদের আস্বস্ত করে লিখেছেন, “এই মুহূর্তে তিনি ভাল আছেন। চিন্তার কোনও কারণ নেই।”

সোশাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, “আমাকে যাঁরা ভালবাসেন, তাঁদের সকলকে বলতে চাই, আমার স্তন ক্যানসার হয়েছে। তৃতীয় স্টেজে আছে বিষয়টি। এর চিকিৎসা কঠিন। তাও আমি সকলকে আস্বস্ত করে বলতে চাই, সবকিছু ভালই হয়েছে। আমি ভাল আছি। আমি শক্তিশালী মানুষ। আমার মধ্যে একাগ্রতা আছে। আমি জানি এই অসুখ সারিয়ে উঠতে পারব। আমার চিকিৎসা শুরু হয়েছে। এই অসুখকে গোড়া থেকে নির্মূল করতে যা-যা প্রয়োজন, সবটাই আমি করব। আরও শক্তিশালী হয়ে আমি ফিরে আসব আপনাদের কাছে।”

হিনা লম্বা সোশাল মিডিয়া পোস্টে অনুরোধ করেছেন, এইরকম কঠিন পরিস্থিতি সময় যেন সকলে তাঁকে নিজের মতো থাকতে দেন। সকলের ভালবাসা তাঁর একান্ত কাম্য। সকলেই যেন তাঁর জন্য প্রার্থনা করেন। এই পোস্টের পর হিনার অনুরাগীরা ভেঙে পড়েছেন। সকলেই অভিনেত্রীর আরোগ্য কামনা করছেন এই মুহূর্তে।

By Konika Roy