30
Jan
ব্লেন্ডার্স প্রাইড ফ্যাশন ট্যুর ২০২৫ তার আইকনিক সংস্করণ ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ নিয়ে আসছে। এফডিসিআই-এর সহযোগিতায় এই ট্যুর বিশ্বমানের ফ্যাশন, সঙ্গীত ও বিনোদনের নতুন সংজ্ঞা উপস্থাপন করবে। গুরগাঁও থেকে রোহিত বলকে সম্মান জানিয়ে যাত্রা শুরু হবে। মুম্বাইতে তরুণ তাহিলিয়ানি ফ্যাশনের নতুন মাত্রা তুলে ধরবেন। চণ্ডীগড়, গুয়াহাটি ও বিশাখাপত্তনমে কনিকা গয়াল, জেওয়াকিং ও ব্লোনি তাদের অনন্য প্রদর্শনী উপস্থাপন করবেন, সঙ্গে থাকবেন জ্যাকলিন ফার্নান্ডেজ, টাইগার শ্রফ ও তামান্না ভাটিয়া। পার্নো রিকার্ড ইন্ডিয়ার সিএমও কার্তিক মোহিন্দ্রা ও এফডিসিআই-এর চেয়ারম্যান সুনীল শেঠি এই ট্যুরকে ফ্যাশনের ভবিষ্যৎ গড়ার একটি প্ল্যাটফর্ম হিসেবে অভিহিত করেছেন।