স্পটন লজিস্টিক্স এখন ডেলহিভারির

ভারতের অগ্রণী এন্ড-টু-এন্ড লজিস্টিক্স ও সাপ্লাই চেইন সার্ভিসেস কোম্পানি ডেলহিভারি (Delhivery) ব্যাঙ্গালোর-ভিত্তিক স্পটন লজিস্টিক্স (Spoton Logistics) অধিগ্রহণ করল। এই অধিগ্রহণের ফলে ডেলহিভারির বর্তমান বি-টু-বি (B2B) ক্যাপাবিলিটি আরও মজবুত হল।

২০১৮ সালে সামারা ক্যাপিটাল ও এক্সপোটেনশিয়া একযোগে আইইপি’র কাছ থেকে স্পটন অধিগ্রহণ করেছিল। এই লেনদেনের ফলে তারা এখন এথেকে বেরিয়ে এলো নগদ অর্থের বিনিময়ে। হস্তান্তরের ক্ষেত্রে ডেলহিভারির ফিনান্সিয়াল অ্যাডভাইসর হিসেবে কোটাক মাহিন্দ্রা ক্যাপিটাল কোম্পানি ও লিগ্যাল অ্যাডভাইসর হিসেবে অমরচাঁদ মঙ্গলদাস অ্যান্ড কোং কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *