বেদান্ত ফাউন্ডেশনের স্কিল ট্রেনিং সেন্টার

দেশে ১৫ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে ১০০টি নতুন জীবিকা সংক্রান্ত দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করল বেদান্ত গ্রুপের জনহিতকারী শাখা বেদান্ত ফাউন্ডেশন। রোজগার কেন্দ্র হিসেবে পরিচিত নতুন কেন্দ্রগুলি বর্তমানে চালু থাকা ১৭০টি কেন্দ্রের অতিরিক্ত। এমাসেই এধরণের আরও ৩৭টি কেন্দ্র খোলা হবে। যেসব কোম্পানি রোজগার কেন্দ্রগুলি থেকে প্রার্থীদের নিয়োগ করেছে সেগুলির মধ্যে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাক্সিস ব্যাংক, পেটিএম, রিলায়েন্স, গোদরেজ, ফ্লিপকার্ট, অ্যামাজন, জেনপ্যাক্ট ও এলআইসি।

বেদান্ত ফাউন্ডেশনের উদ্দেশ্য – আর্থিক দুর্বল শ্রেণী থেকে আসা ছাত্রছাত্রী ও কর্মহীন তরুণ বয়স্কদের দক্ষতা বৃদ্ধি ও তাদের কাজের সুযোগ করে দেওয়া। দক্ষতা সৃষ্টির লক্ষ্যে প্রকল্প রূপায়ণের জন্য বেদান্ত ফাউন্ডেশন চারটি নামী কোম্পানিকে বেছে নিয়েছে – বিড়লা এডুটেক, সংহিতা সোশ্যাল ভেঞ্চার্স, কোয়েস কর্প ও সেন্টাম লার্নিং। বেদান্ত ফাউন্ডেশন ভারত সরকারের স্কিল ইন্ডিয়া ‘কৌশল ভারত – কুশল ভারত’ কর্মসূচি অনুসারে গঠিত কয়েকটি সেক্টর স্কিল কাউন্সিলের (এসএসসি) সঙ্গে পার্টনারশিপ গড়ে তুলেছে, যাতে শিক্ষানবিসদের ভালো জীবিকার সুযোগ করে দেওয়ার জন্য ‘ইন্ডাস্ট্রি ডিমান্ড’-এর সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেওয়া সম্ভব হয়।

ট্রেনিং সেন্টার স্থাপন ও কর্মহীন যুবক-যুবতীদের কাছে পৌঁছানোর জন্য বেদান্ত ফাউন্ডেশন রামকৃষ্ণ মিশন, বিভিন্ন গভর্নমেন্ট এজেন্সি ও এনজিও-র মতো বিভিন্ন সামাজিক সংস্থার সঙ্গেও সম্পর্ক গড়ে তুলেছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *