আপনি চাইলে এবার রূপঙ্কর বাগচীর কাছে গান শিখতে পারেন, কিংবা নিজের ছেলে মেয়েদের তার কাছ থেকে প্রশিক্ষণ নিতে পাঠাতে পারেন? যাদবপুরে নিজস্ব গানের স্কুল রয়েছে রূপঙ্কর বাগচীর। তবে নতুন স্কুল নয়, অনেকের কাছেই অজানা সেই লকডাউনের সময় থেকেই তিনি গান শেখান। শুরুতে অনলাইনে শুরু করলেও, এখন তিনি হাতে কলমে প্রশিক্ষণ দেবার ইচ্ছে রাখেন। যদিও বেশ কিছু ছাত্র ছাত্রী রয়েছে যারা অফলাইন ক্লাসও করেন।
রূপঙ্কর বাগচীর গানের স্কুলের মাইনে কত? সপ্তাহে কতদিনই বা ক্লাস হয়? বয়সসীমা কত? নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে সম্প্রতি সবটাই জানিয়েছেন তিনি। গায়ক জানিয়েছেন প্রতিমাসে তিনি গান শেখাতে দুহাজার টাকা করে নেন। প্রতি সপ্তাহে দুদিন করে ক্লাস করান। রুপঙ্কর নিজেই গান শেখান। ৮ থেকে ৮০ যেকোনো বয়সের মানুষই তার কাছে গান শেখার সুযোগ পাবেন।