অবশেষে মুক্তি পেলো দেব অভিনীত ‘বাঘা যতীন’

অপেক্ষার অবসান। বৃহস্পতিবার মহাপঞ্চমীতে মুক্তি পেল ‘বাঘা যতীন’। এই ছবিতে ফূটে উঠেছে বাংলার বীর বিপ্লবী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বীরগাথা।  তবে এই প্রথমবার বাংলার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাচ্ছে দেবের ছবি। কিছুদিন আগে সুপারস্টার জিৎ-এর ছবি ‘চেঙ্গিজ’ মুক্তি পেয়েছিল হিন্দিতে। তিনি মুম্বইয়ে  তাঁর ছবির প্রচার সেরেছিলেন। যেমনটা বাঘা যতীন-এর ক্ষেত্রে করেছেন দেব।

এই ছবিতে দেব তথা বাঘা যতীনকে পাওয়া গিয়েছে একাধিক লুকে। যার মধ্যে সবচেয়ে চর্চা হয়েছে দেবের লম্বা চাপ দাড়ি আর পাগড়ি লুক ঘিরে। অনেকেই বলেছেন ‘বাঘা যতীন কম, কেশরী-র অক্ষয় কুমার বেশি লাগছে’। অবশেষে সেই বিতর্ক নিয়ে নিজের পক্ষ রাখলেন দেব।

অভিনেতা জানান যে, ‘আমি জানতাম শিখ রেজিমেন্টের একজন সদস্য হিসাবে নিজের লুকটা উপস্থাপিত করলে কেশরীর সঙ্গে তুলনা চলে আসবে, এবং বাংলার সঙ্গে বলিউডের একটা তুলনা হবে। তাই আমি কোনকিছুতে কম্প্রোপাইজ করিনি’।  

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *