রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত কীভাবে বইছে তৈমুর আলি খানের শরীরে ?

পতৌদি নবাব পরিবারের রাজপুত্র তৈমুর আলি খান । ৬ বয়সেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে এই তারকা সন্তান । বাবার নাম সইফ আলি খান এবং মা অভিনেত্রী করিনা কাপুর খান। বলিউড, কাপুর পরিবার এবং পাতৌদি নবাব পরিবারের সঙ্গে গভীর যোগ রয়েছে তৈমুরের। এছাড়াও, তৈমুরের রক্তে বইছে ঠাকুর বংশের রক্ত। জানেন ঠিক কেমন সম্পর্ক রবীন্দ্রনাথের সঙ্গে স্টার কিড তৈমুরের। শুধু তৈমুর নয়, সইফ আলি খান, সোহা আলি খান, সারা আলি খান, এবং সাবা আলি খানের শরীরেও বইছে ঠাকুর পরিবারের রক্ত। এর কারণ অভিনেত্রী এবং পাতৌদি পরিবারের বেগম শর্মিলা ঠাকুর।

 শর্মিলা ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের মেয়ে। তাই তাঁর ছেলেমেয়ে এবং তাঁর ছেলেমেয়েদের সন্তানেরাও ঠাকুর পরিবারের রক্ত বহন করছে শরীরে। কীভাবে ঠাকুর পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন শর্মিলা, তা গত বছর বাংলাদেশে গিয়ে বলেছিলেন তিনি। অনেকেই  জানেন যে, শর্মিলা ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি। বিষয়টা ঠিক তেমন নয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথের সরাসরি নাতনি নন শর্মিলা। রবীন্দ্রনাথের নিকট আত্মীয় গুণীন্দ্রনাথ ঠাকুরদের বংশধর শর্মিলা।

পতৌদি পরিবারের চিরাগ মনসুর আলি খান পতৌদি সেই ঠাকুর পরিবারের কন্যাকে বিয়ে করেছিলেন । সেটা ছিল ১৯৬৮। মনসুরকে শর্ত দিয়েছিলেন শর্মিলা। ক্রিকেট খেলায় হ্যাটট্রিক করলে তবেই শর্মিলাকে বিয়ে করতে পারবেন ভারতীয় ক্রিকেট দুনিয়ার কিংবদন্তি অধিনায়ক মনসুর আলি খান পতৌদি (তাঁকে অনেকে টাইগার পাতৌদি নামেও চেনেন)। ঠাকুর পরিবারের মেয়ে হওয়া সত্ত্বেও মুসলমান পরিবারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শর্মিলা। বিয়ের পর পতৌদি পরিবারে এসে তাঁর নামও পাল্টে যায়। ইসলাম ধর্ম অবলম্বন করেছিলেন শর্মিলা। তাঁর নাম হয়েছিল আয়েশা বেগম।

By Konika Roy