ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ(এআইসিটি)-এ প্রোগ্রামিং এবং ডেটা সায়েন্সের তরফ থেকে দুটি ডিপ্লোমা প্রোগ্রাম চালু করা হয়েছে। যে কোন শাখার স্নাতকরাই এই ডিপ্লোমা কোর্সটি করতে পারবে। এই কের্সটি শেষ করতে প্রায় আট মাস লাগবে। কোর্স ফিতে ৭৫% ছাড় দেওয়া হচ্ছে।
৪ অক্টোবর এআইসিটি-র এই ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার পোর্টালটি উদ্বোধন করলেন এআইসিটি-র চেয়ারম্যান অধ্যাপক অনিল সহস্রাবুধে। ডিপ্লোমা এন্ট্রি কোয়ালিফায়ার পরীক্ষার জন্য আবেদনগুলি খুলে দেওয়া হয়েছে। আগ্রহীরা https://diploma.iitm.ac.in এর মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর এবং পরীক্ষার হবে ১২ ডিসেম্বর।কোর্সটিতে ভিডিওবক্তৃতা, বক্তৃতা-ভিত্তিক প্রশ্ন, গ্রেডেড অ্যাসাইনমেন্ট ছাড়াও রয়েছে কোর্স প্রশিক্ষকদের সাথে লাইভ সেশন, যেখানে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেওয়া হবে। কোর্স শেষে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে ব্যক্তিগত কুইজ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে।এআইসিটিই-র চেয়ারম্যান, প্রফেসর অনিল সহস্রাবুদে বলেন, বৈশ্বিক অর্থনীতির প্রয়োজনীয়তা পূরণের জন্য ভারতের ডেটা সায়েন্স এবং প্রোগ্রামিংয়ে দক্ষ হওয়ায় অত্যন্ত জরুরি। আইআইটি মাদ্রাজ, বৈশ্বিক অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ এই ডিল্পোমা প্রোগ্রাম চালু করায় আমি খুশি।