লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লিখেছিলেন কিছু কথা। দু’দিন আগে পোস্টটি করেছিলেন বং গাই ওরফে কিরণ দত্ত।ওই পোস্টের পর থেকেই একের পর এক কমেন্ট ধেয়ে এল তাঁর দিকে। এখানেই শেষ নয়, এরই পাশাপাশি তাঁকে শুনতে হল, তিনি নাকি নির্দিষ্ট রাজনৈতিক দলের কাছ থেকে ‘টাকা খেয়েছেন’। অবশ্য তিনিও কিন্তু থেমে থাকেননি পাল্টা জবাব দিলেন প্রত্যেককে।
পোস্টের মধ্যে দিয়ে কিরণ লেখেন, “এই গরমে পর্যাপ্ত পরিমানে জল না খেলে একটা মানুষের মাথা কতোটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা ব্যানার্জি।” এর পরেই তাঁকে উদ্দেশ্য করে এক ব্যক্তি লেখেন, “সিদ্ধার ফ্ল্যাট টা কি বিজেপির থেকে পাওয়া উপহার ভাই?” উত্তরে কিরণ লেখেন, “না, সততা, পরিশ্রম আর না ঘুমোনো রাত। লোকের ভালবাসা দিয়ে কেনা।” আর একজন লেখেন, “বিজেপির থেকে কত টাকা খেলে?” তাঁকে পাল্টা রসিকতা করে কিরণ লেখেন, “এখন তো মনে হচ্ছে ফ্রিতে লিখে ক্ষতি হয়ে গেল বড়সড়।” এছাড়াও তাঁকে অনেক গালিগালাজও করে। এর উত্তরে ঠান্ডা মাথায় একের পর এক সমালোচনার জবাব দিতে দেখা গিয়েছে তাঁকে।
রছনাকে প্রার্থী হওয়ার পর থেকেই একের পর এক ট্রোলিংয়ের মুখোমুখি হতে হয়েছে । কখনও ‘ধোঁয়া’-কাণ্ড আবার কখনও বা টকদই খাওয়া নিয়ে হাসির পাত্র হতে হয়েছে তাঁকে। যদিও তিনি প্রার্থী হওয়ার পর থেকে জোরকদমে অনেক প্রচার চালাচ্ছেন । কথাতেই তো আছে বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী।