মহলয়ার দিন চ্যানেলগুলিতে প্রতিযোগীতায় টক্কর হয় হাড্ডাহাড্ডি। কার মহালয়া বেশি কালারফুল করা যায়… এইবার কালার্স বাংলা সেই প্রতিযোগীতায় এনেছে নতুন চমক। মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রথমবারের জন্য় কোনও টেলিভিশন চ্য়ানেলে দুর্গা সাজবেন অভিনেত্রী। টলিউডে তিনি সফল নায়িকা, কিন্তু এই বছর তিনি ধরা দেবেন সম্পূর্ণ এক নতুন ভূমিকায়।
কালার্স বাংলার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখা গিয়েছে ‘মহিষাসুরমর্দিনী’-এর ঝলক। ঋতুপর্ণা ছাড়াও দেবীর বিভিন্ন রূপে থাকছেন আরও অনেকে। দেবী ভুবনেশ্বরী সাজবেন অদ্রিজা রায় । কালার্স বাংলায় মৌ-এর বাড়ির ‘মৌ’-এই মহালয়ায় দর্শকদের কাছে ধরা দেবে একেবারেই নতুন রূপে।দেবী কালী হবেন শ্রুতি দাস । স্টার জলসায় দেশের মাটির পর দীর্ঘদিন অভিনেত্রীকে দেখা যায়নি টিভির পর্দায়।
তবে এইবার একেবারেই নতুন অবতারে শ্রুতি। ইতিমধ্য়েই একাধিক প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।আরও রয়েছেন দেবী কমলা- ডোনা , দেবী বগোলা তিতিক্ষা দাস, দেবী ত্রিপুরাসুন্দরী- দেবলীনা দত্ত , দেবী ভৈরবী- রিমঝিম মিত্র , দেবী চিন্নামস্তা- দেবাদৃতা বসু, মা তারা- সংঘমিত্রা তালুকদার , দেবী মাতঙ্গী- ঐন্দ্রিলা শর্মা , দেবী ধুমাবতী- সৈরিতি বন্দ্যোপাধ্যায় ।