মহালয়ার ভোরে কালার্স বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে ঋতুপর্ণা

মহলয়ার দিন চ্যানেলগুলিতে প্রতিযোগীতায় টক্কর হয় হাড্ডাহাড্ডি। কার মহালয়া বেশি কালারফুল করা যায়… এইবার কালার্স বাংলা সেই প্রতিযোগীতায় এনেছে নতুন চমক। মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে ঋতুপর্ণা সেনগুপ্ত । প্রথমবারের জন্য় কোনও টেলিভিশন চ্য়ানেলে দুর্গা সাজবেন অভিনেত্রী। টলিউডে তিনি সফল নায়িকা, কিন্তু এই বছর তিনি ধরা দেবেন সম্পূর্ণ এক নতুন ভূমিকায়।

কালার্স বাংলার সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দেখা গিয়েছে ‘মহিষাসুরমর্দিনী’-এর ঝলক। ঋতুপর্ণা ছাড়াও দেবীর বিভিন্ন রূপে থাকছেন আরও অনেকে। দেবী ভুবনেশ্বরী সাজবেন অদ্রিজা রায় । কালার্স বাংলায় মৌ-এর বাড়ির ‘মৌ’-এই মহালয়ায় দর্শকদের কাছে ধরা দেবে একেবারেই নতুন রূপে।দেবী কালী হবেন শ্রুতি দাস । স্টার জলসায় দেশের মাটির পর দীর্ঘদিন অভিনেত্রীকে দেখা যায়নি টিভির পর্দায়।

 তবে এইবার একেবারেই নতুন অবতারে শ্রুতি। ইতিমধ্য়েই একাধিক প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।আরও রয়েছেন দেবী কমলা- ডোনা , দেবী বগোলা  তিতিক্ষা দাস, দেবী ত্রিপুরাসুন্দরী- দেবলীনা দত্ত , দেবী ভৈরবী- রিমঝিম মিত্র , দেবী চিন্নামস্তা- দেবাদৃতা বসু, মা তারা- সংঘমিত্রা তালুকদার , দেবী মাতঙ্গী- ঐন্দ্রিলা শর্মা , দেবী ধুমাবতী- সৈরিতি বন্দ্যোপাধ্যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *