কলকাতা পুলিশের পোস্টকে কটাক্ষ ঋত্বিক এবং জয়জিৎ ব্যানার্জির

১৪ আগস্ট, মেয়েদের ‘রাত আবাব’ কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিল। ওই রাতেই আরজি কর হাসপাতালে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। এর পরপরই সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পক্ষ থেকে একটি পোস্ট করা হয়। ভাঙচুরের ছবিতে কয়েকজন দুষ্কৃতীর মুখ চিহ্নিত করে তাদের খুঁজে বের করতে বলেছে কলকাতা পুলিশ। এবার এই পোস্টের সমালোচনা করে একটি পোস্ট করলেন ঋত্বিক চক্রবর্তী।

কলকাতা পুলিশের এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকেই প্রশ্ন তুলেছেন, “পুলিশ অপরাধীদের খুঁজে পাচ্ছে না?” ঋত্বিকও একই সুরে লিখেছেন, “আমাদের খুঁজতে বলছেন? তখন কী করবেন? আর বাড়ির পুজোয় খিচুড়ি দিতে হাতা ঘষবেন?” সেই পোস্টের মন্তব্যে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রও ব্যঙ্গাত্মক সুরে লিখেছেন, “সবাই সবার গোয়েন্দা দল তৈরি করো। চলো এদের খুঁজি”।

এমনটাই দাবি করেছেন অভিনেতা জয়জিৎ ব্যানার্জি। তিনি প্রশ্ন তোলেন, “আপনি বেতন নেবেন। এবং ছবির লোক খুঁজে দেব আমরা? দুর্দান্ত জিনিস”।

উল্লেখ্য, ভাংচুরের অভিযোগে ইতিমধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার কলকাতা পুলিশ সোশ্যাল মিডিয়ায় আরও কয়েকটি ছবি পোস্ট করেছে। ওই ছবিতে কয়েকজনের মুখ শনাক্ত করে খোঁজ নিতে বলা হয়েছে। এতে লেখা ছিল, “ওয়ান্টেড: নীচের ছবিতে যাদের মুখ শনাক্ত করা হয়েছে, যদি জানা যায়, দয়া করে সরাসরি বা আপনার সংশ্লিষ্ট থানার মাধ্যমে আমাদের জানান”।

By Tanupriya