দাঁতের ব্যথা একটি সাধারণ সমস্যা তবে বিভিন্ন কারণে এই যন্ত্রণা ঘটতে পারে যেমন- দাঁতে পোকা ধরে গর্ত তৈরি হলে, মাড়ির সমস্যা, ঠান্ডা লেগে কিংবা সংক্রমণের জেরে দাঁতে ব্যথা হয়ে থাকে।যেটি অত্যন্ত বেদনাদায়ক ও বিভ্রান্তিকর একটি অনুভূতি।
দাঁতের ব্যথায় রাতে ঘুমও হয় না ঠিকমতো এমনকি খাওয়া তো দূর কথা বলার মতো ক্ষমতা থাকে না অনেক সময়। এই পরিস্থিতিতে কাজেও মন বসে না ঠিক মতো।একসময়য় ব্যথা বাড়তে বাড়তে নিয়ন্ত্রণের বাইরে পৌঁছে যায়।তবে, দাঁতের যন্ত্রণা হলে ট্যাবলেট ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় কিছু ঘরোয়া প্রতিকার করেও।
সবচেয়ে কার্যকর ঊপায় গুলি এখানে উল্লেখ করা হল,লবঙ্গ তেল- তুলোর বলে কয়েক ফোঁটা লবঙ্গ তেল লাগিয়ে আক্রান্ত দাঁতের গোড়ায় রেখে দিন।লবঙ্গ তেলে রয়েছে অ্যান্টিসেপটিক,যা দাঁতের ব্যথার জন্য খুব কার্যকরী।নুন জল-এক গ্লাস হালকা গরম জলে এক চামচ নুন মিশিয়ে কুলকুচি করে ফেলে দিন। এই জল দিয়ে মুখ ধুয়ে ফেললে ব্যথা কমতে থাকে।রসুন- রসুনের মধ্যে লবঙ্গ গুঁড়ো ও একটু নুন মিশিয়ে ক্ষতিগ্রস্ত দাঁতে লাগিয়ে নিন। রসুনে আছে অ্যান্টিব্যাকটেরিয়াল যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে।