ক্যান্সারের চিকিৎসা চলছে এমন শিশুদের বিনামূল্যে ‘হোম অ্যাওয়ে ফ্রম হোম’ পরিষেবা প্রদান করে সেন্ট জুড ইন্ডিয়া চাইল্ড কেয়ার সেন্টার (সেন্ট জুডস)। ২০০৬ সালে এর প্রতিষ্ঠা করেছিলেন মিসেস শ্যামা ও মি. নিখিল কবিরত্নে সিবিই। ছোটো ছোট গ্রাম ও দূরের শহর থেকে পিতামাতা-সহ এইসব শিশুরা মেট্রো শহরে আসে ক্যান্সারের চিকিৎসার জন্য।
দেশের নয়টি শহরে সেন্ট জুডস একযোগে কাজ করে টাটা মেমোরিয়াল হসপিটাল, এআইআইএমস নিউ দিল্লি, টাটা মেডিক্যাল সেন্টার কলকাতা ও অন্যান্য ক্যান্সার হাসপাতালের সঙ্গে। সেন্ট জুডস এইসব শিশুদের বিনামূল্যে থাকার ব্যবস্থা-সহ অন্যান্য সহায়তা প্রদান করে, যাতে তারা ক্যান্সারমুক্ত হতে পারে।
বর্তমানে প্রতিদিন ৯টি শহরের ৪০টি সেন্টারে ৫০০ জন শিশু ও তাদের পরিবার-পরিজনের জন্য সহায়তা প্রদান করে সেন্ট জুডস। শহরগুলি হল – মুম্বই, কলকাতা, হায়দ্রাবাদ, জয়পুর, চেন্নাই, ভেলোর, গুয়াহাটি, দিল্লি ও বারাণসী।