কুচিনা ফাউন্ডেশন তিন বছরে পঞ্চাশজন কৃত্তিকাকে ক্ষমতায়ন করবে

তৃণমূল স্তরে মহিলাদের ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ কুচিনা ফাউন্ডেশন, কুচিনা হোম মেকারদের সিএসআর শাখা। কুচিনার লক্ষ হল তিন বছরে পঞ্চাশটি কৃত্তিকার ক্ষমতায়ন। সেই লক্ষ পূরণের উদ্দেশ্যে কুচিনা ফাউন্ডেশন চলতি বছর তিনটি কৃত্তিকা যোগ করেছে। এর ফলে বর্তমানে কৃত্তিকার সংখ্যা  হয়েছে কুড়ি। উল্লেখ্য, ২০১৪ সাল থেকে কুচিনা কৃত্তিকা ফেলোশিপ প্রোগ্রাম চালু করেছে। 

কুচিনা ফাউন্ডেশন (কেএফ) হল কলকাতা ভিত্তিক একটি কর্পোরেট সামাজিক সংস্থা। যা ভারত জুড়ে নির্বাচিত নারী সামাজিক উদ্যোক্তাদের প্রচার করে। কেএফ নারীর ক্ষমতায়নে বিশ্বাসী।  বিশেষত যারা প্রান্তিক পটভূমি থেকে আসছে।

কুচিনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন  নমিত বাজোরিয়া বলেন, আমাদের লক্ষ হল তিন বছরের মধ্যে পঞ্চাশটি কৃত্তিকা এবং শত কৃত্তিকন্যাকে ক্ষমতায়ন করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *