মদ-মাংসে ঘোর আপত্তি! শাহিদ-পত্নী মীরা জানালেন তাঁর কোন বিশ্বাসের কথা?

বলিউড তারকা থেকে তাঁদের স্ত্রীদের অনেকেরই রেস্তরাঁর ব্যবসা রয়েছে। তবে রেস্তরাঁর ব্যবসার জন্য একাধিক প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন শাহিদ কাপূরের স্ত্রী মীরা রাজপুত। কারণ হিসাবে জানিয়েছেন তাঁর নিজস্ব বিশ্বাসের কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা বলেন, ‘‘আমি একজন নিরামিষভোজী এবং আমি কী খাই সে বিষয়ে আমি খুব সতর্ক। আমি ডিম খাই না, মদ্যপান করি না এবং আমি সবসময় এ ভাবেই জীবনযাপন করেছি। যখন কেউ আমার কাছে রেস্তরাঁয় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আসে, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করি। আমি তাদের বলি, এটা আমার নীতির বিরোধী। তবে তাঁদের উদ্যোগের জন্য শুভেচ্ছাবার্তা জানাই।’’

মীরা মনে করেন, সারা পৃথিবীর মানুষ তোমার পাশে নাই দাঁড়াতে পারে। কিন্তু নিজের মতো করে কথা বলতে হবে সকলের সামনে।

By Banasree Sarkar