প্রখ্যাত অভিনেত্রী সুরেখার প্রয়ানে শোকার্ত গোটা বলিউড

আবারও শোকের ছায়া বলিউডে। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী। শুক্রবার সকালে পঁচাত্তর বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেলেন হিন্দি বিনোদন জগতের প্রখ্যাত অভিনেত্রী সুরেখা সিক্রি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। তার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। সুরেখা সিক্রির মৃত্যুর খবর জানিয়েছেন ম্যানেজার। তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন অভিনেত্রী।

 ১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিক্রির। তাঁর সৎ-বোন মানারা সিক্রি ওরফে পারভিন মুরাদ নাসিরউদ্দিন শাহর প্রথম স্ত্রী। ন্যাশনাল স্কুল অফ ড্রামার ছাত্রী সুরেখা কখনও সিনেমা নায়িকা হতে চাননি। চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তাই করেছেন ‘কিসসা কুর্সি কা’, ‘তামস’, ‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘জুবেইদা’ থেকে ‘বাধাই হো’র মতো সিনেমায়। ১৯৭৮ সালে চলচ্চিত্র জগতে তাঁর পা রাখা কিসসা কুর্সি কা ছবির হাত ধরে। টেলিভিশনেও চুটিয়ে অভিনয় করেছেন ‘সাঞ্ঝা চুলাহ’, ‘সিআইডি’, ‘বালিকা বধূ’, ‘সাত ফেরে’র মতো একাধিক ধারাবাহিকে। তবে ঘরে ঘরে তাঁর নাম পৌঁছে যায় জনপ্রিয় হিন্দি সিরিয়াল বালিকা বধূর দৌলতে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সিনে অনুরাগী ও তারকারা। 

By editor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *