সিনেমা হোক কিংবা সিরিয়াল খ্যাত তারকা, পুজো উদ্বোধনের বাজারে হিট প্রত্যেকেই। পারিশ্রমিক হিসেবে কত নেন তাঁরা? এই প্রশ্নের উত্তর দিতে চান না কেউই। তবে ইন্ডাস্ট্রি সূত্রের খবর, জেলায় কয়েকজন তারকার শুধু উদ্বোধনের পারিশ্রমিক লাখ টাকা ছাড়িয়ে যায়। কারণ, আজও পুজো মণ্ডপের ফিতে কাটতে টলি তারকারাই উদ্যোক্তাদের প্রথম পছন্দ। তবে কলকাতার বাইরে ফিল্ম তারকাদের চেয়ে ধারাবাহিকের অভিনেত্রীদের চাহিদা বেশি।
মহালয়ার পরই পুজো উদ্বোধনে নেমে পড়েছেন টলি-তারকারা। সিরিয়াল খ্যাত দিতিপ্রিয়া রায়, স্বস্তিকা দত্ত, ঊষশী রায়, তৃণা সাহা সহ অন্যান্যদের চাহিদা বেশ ভালো। তাঁদের এই ঊর্ধ্বমুখী চাহিদার অন্যতম কারণ হল, সিনেমার থেকেও ধারাবাহিকের তুমুল জনপ্রিয়তা। তবে পারিশ্রমিকের পার্থক্যও রয়েছে এর পিছনে। শহরের বাইরে নামজাদা অভিনেত্রীদের বাজেট এতটাই বেশি থাকে যে, অনেকে সেই টাকা দিতে পারেন না।
যদিও সূত্রের খবর, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পাওলি দাম, মধুমিতা সরকার, ইশা সাহা প্রমুখের চাহিদা বেশ। এই তালিকায় রয়েছেন সোহিনী সরকার, সায়নী ঘোষ, পায়েল সরকারও।মধুমিতা, শ্রাবন্তী, পাওলির পারিশ্রমিক ছয় অঙ্কে পৌঁছেছে বলেই সূত্রের খবর। সোহিনী মোটামুটি ১৫টি, ইশা ১৮টি ও মধুমিতা প্রায় ২৫টি পুজো উদ্বোধন করছেন বলে খবর। শোনা যাচ্ছে, শ্রাবন্তী প্রায় ১৪টির উদ্বোধন করছেন। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুজো। পাওলির হাতে রয়েছে ১২টি উদ্বোধন। তার সঙ্গে পুজো পরিক্রমার ব্যস্ততা। এই দৌড়ে খানিকটা পিছনের সারিতে টলি পাড়ার অভিনেতারা। তারপরও অনির্বাণ ভট্টাচার্য বা আবির চট্টোপাধ্যায়—কারও আর একটিও ডেট ফাঁকা নেই এই মুহূর্তে। পুজো যে আর মাত্র চারদিন বাকি…।