‘‘ভাইজান কখন কোথায় যাচ্ছেন, কী করছেন— এগুলো নিয়ে কোনও মন্তব্যই করব না। গোটা পরিবারকে মুম্বই পুলিশের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে।’’ আয়ুষ শর্মা কলকাতায় এসে বললেন। সম্প্রতি বন্দুকবাজেরা গুলি চালান সলমন খানের বাড়িতে। তার পর থেকেই অভিনেতার নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুম্বই পুলিশ নড়েচড়ে বসেছে। শোনা যাচ্ছে, অভিনেতা তাঁর বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে নাকি পাকাপাকি ভাবে পানভেলের বাগানবাড়িতে থাকতে শুরু করবেন। সলমনের ভগ্নীপতি অভিনেতা আয়ুষ শর্মা এর মাঝেই কলকাতায় এলেন। উপলক্ষ, আসন্ন ছবি ‘রুসলান’-এর প্রচার। সঙ্গে ছবির অভিনেত্রী সুশ্রী শর্মা।
আয়ুষের ২০১৮ সালে বড় পর্দায় অভিষেক হয়। সলমনের হাত ধরেই। তার পর যে কাজই করেছেন, তার সবটাই শ্যালকের প্রযোজনা সংস্থার সঙ্গে। এই প্রথম বার সেই ছাতা থেকে বেরিয়ে ছবি করলেন আয়ুষ। সোমবার রাতে কলকাতায় এসেছেন। তাঁদের ছবির প্রচারের জন্য ‘সিটি অফ জয়’কে শেষ শহর হিসেবে বেছে নিয়েছেন। ‘রুসলান’ তৃতীয় ছবি আয়ুষের। তা-ও আবার সলমন খানের ছাতা থেকে বেরিয়ে। পরনে কালো শার্ট, ওয়াইড লেগ প্যান্ট, চোখে রোদচশমা। সঙ্গে ধবধবে সাদা পোশাকে সুশ্রী। সৌন্দর্য প্রতিযোগিতায় জিতে এ বার অভিনয় জগতে পা রাখতে চলেছেন তিনি।
এই নিয়ে বেশ কয়েক বার কলকাতায় এলেও আয়ুষের একটা ইচ্ছে অপূর্ণ রয়ে গিয়েছে। সেটা হল, কলকাতায় রাস্তায় ঘুরে ঘুরে ছবি তোলা। তবে এখন আর তা সম্ভব নয় কঠোর নিরাপত্তার কারণে। সেই সূত্র ধরেই আয়ুষের কাছে প্রশ্ন রাখা হয়, গুলিকাণ্ডের পর কেমন আছেন সলমন? আয়ুষ বলেন, ‘‘ভাইজান ভাল আছেন। দিব্যি কাজ করছেন।’’ প্রায় ১৯ মিনিটের সাংবাদিক সম্মেলন। সেখানে শ্যালকের প্রতি কৃতজ্ঞতাও জানালেন অভিনেতা।