বাংলা সিরিয়ালে আবির্ভূত হয়েছিল এক ‘ভূত’ ২০১৪-১৫ সাল নাগাদ। বাচ্চা ভূত। তার অপঘাতে মৃত্যু হয়। সিরিয়ালটির নাম ছিল ‘ভুতু’। অনেকে বলতেন, ইংরেজিতে তৈরি ভূত কার্টুন ক্যাসপারের সঙ্গে দারুণ মিল ছিল ভুতুর। আরশিয়া মুখোপাধ্যায় চরিত্রটিতে অভিনয় করেছিলেন শিশুশিল্পী হিসাবে। ‘ভুতু’ এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ভুতু বাংলায় শেষ হতেই হিন্দি ভাষায় তৈরি হয়। বাংলা থেকে পাততাড়ি গুঁটিয়ে ভুতু মুম্বইয়ে চলে গিয়েছিল। তখনও অনেকটাই ছোট সে। এখন কী করছে ভুতু? পর্দা থেকে বিরতি নিয়ে লেখাপড়াটা শেষ করছে সে। কিন্তু সম্প্রতি হিন্দি ভাষায় কথা বলতে গিয়ে ভয়ানক ট্রোলের মুখে পড়েছে ভুতু।
আরশিয়ার দিদির জন্মদিন ছিল। ১৬ এপ্রিল ছিল জন্মদিন। ১৭ তারিখ জন্মদিনের উদযাপন করা হয়। একটি ভিডিয়ো শেয়ার করেন আরশিয়া। সেই ভিডিয়োতে দিদির জন্মদিনে হিন্দি ভাষায় কথা বলতে দেখা যায় এই শিশুশিল্পীকে। হিন্দিতে কথা বলতে-বলতে আরশিয়া বেশ বেগ পাচ্ছিল। তার সেই দুর্দশা দেখে নেটিজ়েনরা কেউ-কেউ বলেছেন, “বাঙালি হয়ে বাংলা বলতে কি অসুবিধা, হিন্দি যখন আসে না?”
কিন্তু ভুতুকে দেখে অধিকাংশ নেটিজ়েনই দারুণ খুশি। কেউ-কেউ বলেছেন, “এ কী ছোট্ট ভুতু নাকি!” কেউ বলেছেন, “তুই যে কেন বড় হলি রে…”। এক নেটিজ়েন আবার আরশিয়া এবং তাঁর দিদির মধ্যে পার্থক্য করতে পারছিলেন না ঠিক মতো। বলেছেন, “কে বোন, কে দিদি বোঝাই যাচ্ছে না।” ভুতু, থুড়ি আরশিয়ার মা ভাস্বতী মুখোপাধ্য়ায় বলেন, “আমার মেয়ে এখন লেখাপড়া করছে মন দিয়ে। ও এখনই সিরিয়াল করবে না। কিছুদিনের বিরতি নিয়েছে…”