অস্কারের দৌড়ে বিদ্যাবালানের শর্টফিল্ম নটখট

অস্কার খেতাবের দৌড়ে বিদ্যাবালান অভিনীত স্বল্পদৈর্ঘের ছবি নটখট। নিন্দুকেরা বলে থাকেন যে বিশ্বদরবারে এখনও পর্যন্ত সেই সব ভারতীয় ছবিই সমালোচকদের কাছে বেশি জনপ্রিয় হয়েছে, যেগুলোর বিষয় হিসেবে উঠে এসেছে কোনও না কোনও সমস্যা। তৃতীয় বিশ্বের দারিদ্র্যের সমস্যা এবং জনজীবনে তার করুণ প্রভাবের স্থিরচিত্র থেকে ছায়াছবি- সবই না কি বিদেশে দারুণ প্রশংসিত হয়। কথাটা সত্যি কি না বলা মুশকিল! তবে সম্প্রতি ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর বেস্ট শর্ট ফিল্মস বিভাগে ভারত থেকে বিদ্যা বালন অভিনীত যে স্বল্পদৈর্ঘের ছবিটি মনোনয়ন পেল, তা শুধুই তৃতীয় বিশ্বের বা বলা ভালো ভারতের সমস্যা নয়। এই সমস্যাটি জর্জরিত করে রেখেছে সারা বিশ্বকেই।

লিঙ্গবৈষম্য এবং তার জেরে নারীদের লাঞ্ছনার ঘটনা মাঝে মাঝেই উঠে আসে সংবাদমাধ্যমের শিরোনামে। শান ব্যাস পরিচালিত নটখট ছবির বিষয়বস্তুও সেটাই। ছবিতে এক  গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা। এই ছবির মাধ্যমেই তিনি পা রেখেছেন চলচ্চিত্র প্রযোজনার জগতেও। এর আগে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে নায়িকা শেয়ার করে নিয়েছেন আমাদের সঙ্গে ছবির একটি দৃশ্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *