টিসিএস আইটি উইজে জয়ী অভিষেক

টাটা কনসাল্টেন্সি সার্ভিসেস (টিসিএস) আয়োজিত ভারতের বৃহত্তম ইন্টার-স্কুল আইটি কুইজ কম্পিটিশন টিসিএস আইটি উইজ ২০২০-এর ন্যাশনাল ফাইনালে শিলিগুড়ির জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের অভিষেক আগরওয়াল টিসিএস আইটি উইজ চ্যাম্পিয়নশিপ শিরোপার অধিকারী হয়েছে। পুরস্কার হিসেবে অভিষেক পেয়েছে ট্রফি-সহ গোল্ড মেডাল, জয়ের সার্টিফিকেট ও ৩০ হাজার টাকা মূল্যের গিফট ভাউচার। বেঙ্গালুরুর লিটল ফ্লাওয়ার পাবলিক স্কুলের রিথিন নাগরাজ ন্যাশনাল ফাইনালে রানার-আপ হয়েছে। সে পেয়েছে ২০ হাজার টাকা মূল্যের ই-ভাউচার, সিলভার মেডাল ও ট্রফি। কুইজ প্রতিযোগিতাটি পাঁচটি রাউন্ডের মধ্য দিয়ে সাফল্যের সঙ্গে পরিচালনা করেন কুইজমাস্টার গিরি বালাসুব্রমনিয়াম (পিকব্রেন)।

দেশের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ৯,৯৯০ জনেরও বেশি শিক্ষার্থী ২২তম টিসিএস আইটি উইজ প্রতিযোগিতায়  অংশ নিয়েছিল। তাদের মধ্যে প্রি-কোয়ার্টারের জন্য ১২৮ জন, কোয়ার্টার ফাইনালের জন্য ৬৪ জন ও সেমি-ফাইনালের জন্য ১৬ জন নির্বাচিত হয়ে টপ-৪ ন্যাশনাল ফাইনাল স্লটের জন্য প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছিল। প্রধান অতিথি টিসিএস-এর সিওও এনজি সুব্রমনিয়াম জানান,  তারা জীবনভর শিক্ষায় বিশ্বাসী এবং টিসিএস আইটি উইজের মতো উদ্যোগের মাধ্যমে শিক্ষা ও জ্ঞানের দ্বারা সামাজিক ক্ষমতায়ণ করতে চান।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *