বন্ধন ব্যাংকে মোট আমানত ৬৬,১২৭.৭ কোটি টাকা

বন্ধন ব্যাংক ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই সময়কালে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বন্ধন ব্যাংকের ব্যবসা ২৫.৯০% বেড়ে ১,৪২,৭৪২.৩ কোটি টাকা হয়েছে। গত আগস্টে এই ব্যাংকের ৫ বছর পূর্ণ হয়েছে, আর তার ব্যাংকিং আউটলেটের সংখ্যা হয়েছে ৪,৭০১। এই ব্যাংকের গ্রাহকসংখ্যা ২.০৮ কোটি ও কর্মীসংখ্যা ৪৫,৫৪৯। ব্যাংকের এমডি ও সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, গ্রাহকদের বিশ্বাস ও আস্থার জন্যই বন্ধন ব্যাংকের বৃদ্ধি ঘটেছে।

বিগত বছরের একই ত্রৈমাসিকের অপেক্ষায় বন্ধন ব্যাংকের আমানত বেড়েছে ৩৪.৪ শতাংশ। এখন মোট আমানতের পরিমাণ ৬৬,১২৭.৭ কোটি টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট-সহ ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ৫৬.২ শতাংশ বৃদ্ধি হয়ে ২৫,২৭৯ কোটি টাকা হয়েছে। ব্যাংকের নেট প্রফিট ২০২০-র ৩০ জুনে সমাপ্ত ত্রৈমাসিকের থেকে ৬৭.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ৯২০ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *