স্বাস্থ্যবিধি মেনে ১০০ শতাংশ আসনে বসে সিনেমা দেখতে পারবে দর্শক

সিনেমাপ্রেমিদের জন্য সুখবর৷ স্বাস্থ্যবিধি মেনে আগামী সোমবার থেকে ১০০ শতাংশ আসনে দর্শক বসাতে পারবেন সিনেমা হল ও মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। এ দিন জারি করা নতুন একটি নির্দেশিকায় কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়, কোভিড-১৯ লকডাউনের পর্যায়ক্রমিক স্বাচ্ছন্দ্যের একটি অংশ হিসাবে সোমবার থেকে ভারত জুড়ে সিনেমা হল এবং মাল্টিপ্লেক্সগুলিকে একশো শতাংশ আসনে দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভাড়েকর ট্যুইট করে জানান, চলচ্চিত্র প্রদর্শনের ক্ষেত্রে সংশোধিত এসওপি জারি করা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সমস্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রেক্ষাগৃহগুলিকে সমস্ত আসনে দর্শক বসানোর অনুমতি দেওয়া হবে। প্রসঙ্গত, ২৭ জানুয়ারি করোনা মোকাবিলায় নজরদারি অব্যাহত রাখার পরামর্শ দিয়ে নতুন একটি নির্দেশিকা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রক। সেই নির্দেশিকায় বলা হয়, সিনেমা হল এবং থিয়েটারগুলিতে ৫০ শতাংশ পর্যন্ত আসনে দর্শকের অনুমতি পাওয়া যায়। এবার সেগুলিকে আসন সংখ্যা বাড়ানোর অনুমতি দেওয়া হবে, যার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে ধীরে ধীরে তথ্য ও সম্প্রচার মন্ত্রক একটি স্বাস্থ্যবিধি জারি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *