মুক্তির এক মাস আগেই সেন্সর বোর্ডের জালে আটকে গেল ‘ওএমজি ২’

প্রথম ছবি মুক্তির প্রায় এক দশক পর আসছে এর সিক্যুয়েল। ২০১২ সালে মুক্তি পায় অক্ষয় কুমারের ছবি ‘ওএমজি: ওহ মাই গড’। ১১ বছর পর মুক্তি পেতে চলেছে দ্বিতীয় ছবি ‘ওএমজি২’। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির প্রথম ঝলক। অক্ষয়ের ছবিটি 11 আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। কিন্তু তার আগে ‘ওএমজি 2’ একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। খবর, ছবিটি মুক্তির মাসখানেক আগেই স্থগিতাদেশ দিয়েছে সেন্সর বোর্ড বা সিবিএফসি। শোনা যাচ্ছে, সব দিক বিবেচনা না করে এবং পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ না করেই ছবিটিকে ছাড়পত্র দিতে নারাজ সেন্সর বোর্ড।

কেন এই অতিরিক্ত সতর্কতা? ‘আদিপুরুষ’ ছবিটি মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে শুরু হয় বিতর্ক। ছবিতে চরিত্রগুলোর পোশাক থেকে শুরু করে সংলাপ নিয়ে দর্শকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। যেহেতু ‘আদিপুরুষ’ হিন্দু মহাকাব্য রামায়ণের একটি আধুনিক সংস্করণ, তাই সেই অসন্তোষ প্রতিবাদে পরিণত হতে বেশি সময় নেয়নি। এ ধরনের মানসম্পন্ন চলচ্চিত্রকে ছাড়পত্র দেওয়ায় সেন্সর বোর্ডকেও তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে পড়তে হয়েছে। অবশেষে ছবির কিছু সংলাপ পরিবর্তন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তারপরও লাভ বিশেষ হয়নি। বরং সাধারণ দর্শকের সামনে সেন্সর বোর্ডের মুখ পোড়ানো হয়েছে। ‘আদিপুরুষ’ নিয়ে এমন অভিজ্ঞতার পর সেন্সর বোর্ড আর তার পুনরাবৃত্তি করতে চায় না। তাই ‘ওএমজি 2’-এর মতো ছবির ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিচ্ছে বোর্ড।

‘ওএমজি: ওহ মাই গড’-এ ভগবান কৃষ্ণের ভূমিকায় অভিনয় করার পর, ‘ওএমজি 2’-তে মহাদেবের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। সম্প্রতি প্রকাশ পেয়েছে অক্ষয়ের লুকও। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন অভিনেতা। সেই ভিডিওতে অক্ষয়কে মহাদেবের সাজে দেখা যাচ্ছে। মাথায় জটা, গলায় নীল আভা আর মুখে ছাই নিয়ে বারাণসীর রাস্তায় হাঁটছেন তিনি। তখন চারিদিকে ‘হর হর মহাদেব’ শোনা যায়। সিনেমায় দেব-দেবীর চরিত্রায়ন এবং ধর্মের বিষয়বস্তু খুবই স্পর্শকাতর। সাধারণ দর্শকদের অনুভূতিতে যাতে আঘাত না লাগে সেজন্য সেন্সর বোর্ড অতিরিক্ত সতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *