রাজা সরকার রচিত ও নির্দেশিত “সব চরিত্র জীবন্ত”

পশ্চিমবঙ্গ সকারের তথ্য – সংস্কৃতি দপ্তরের আর্থিক সহায়তায় গত ২৯ শে অক্টোবর (শুক্রবার) কলকাতার যোগেশ মাইম একাডেমী প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল বরানগরের পশ্চিমবঙ্গ সকারের তথ্য – সংস্কৃতি দপ্তরের আর্থিক সহায়তায় গত ২৯ শে অক্টোবর (শুক্রবার) কলকাতার যোগেশ মাইম একাডেমী প্রেক্ষাগৃহে মঞ্চস্থ হল বরানগরের স্রোত নাট্য একাডেমী নিবেদিত ও রাজা সরকার রচিত ও নির্দেশিত নাটক “সব চরিত্র জীবন্ত”। নাটকে রানা দত্ত এক বিরাট কোম্পানির একজন মোটা মাইনের কর্মচারী যার কোনো কিছুর অভাব নেই তার জীবনে । কিন্তু একটি বিশেষ কারণে সবকিছুর মধ্যে সে ভয়ংকর অসহায় , একদমই নি:সঙ্গ । সে নিজেকে ভাবে এই সমাজের একজন মৃত সৈনিক । চায়ের দোকানে কাজ করা একটা পুঁথিগত পড়াশুনা না জানা ছেলে প্রতিদিনই তার দোকানের পাশের ক্লাবে অঞ্জনকুমারের নির্দেশনায় ওনার নিজের , নায়িকা মঞ্জু , ও সম্মিলিত অভিনেতাদের রিহার্সাল দেখে ও সংলাপ আতোস্থ করার মধ্যে দিয়ে খুঁজে পায় সমাজে রানা দত্ত চরিত্রের বেঁচে থাকার রসদ । নাটকের রিহার্সাল দেখার মাধ্যমে পাওয়া একটি ছোট্ট উপায়ে, সে রানা দত্ত ও তার স্ত্রী সুলেখার সংসারে জ্বালিয়ে দেয় সব সুখের আলো । মৃত সৈনিক রানা দত্ত বোঝে যে কোনো চরিত্র মৃত নয়। চরিত্র কিছু একটা বলে সব চরিত্র আসলে জীবন্ত নাটকের দুই মুখ্য চরিত্র , পল্টু ও রানা দত্তের ভূমিকায় সুভায়ন হালদার বিমান চক্রবর্তীর অনবদ্য অভিনয় নাটকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। এছাড়াও নাটকের অন্যান্য অতি মূল্যবান চরিত্রগুলোয় যেমন অঞ্জনকুমারের ভূমিকায় আয়ুশ মজুমদার , মঞ্জুর ভূমিকায় রিয়া ঘোষ , নিত্যর ভূমিকায় সুরজিৎ শর্মা , সুলেখার ভূমিকায় দিপালী দাস , এবং এস আই ও কষ্টেবেলের ভূমিকায় যথাক্রমে সৌমিত ঘোষ ও অভিজিৎ দত্ত এই সমস্ত অভিনেতার সুনিপুণ অভিনয় দক্ষতা মানুষের মনে এই নাটককে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে । প্রত্যেকে নাটকটি দেখুন এটা চাই আর এই নাটকের ও দলের সর্বাত্মক সাফল্য কামনা করি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *