ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে অ্যামাজন বিজনেস

ভারতে অ্যামাজন বিজনেস (Amazon Business) তাদের ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন করছে। ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে ভারতে যাত্রারম্ভ করেছিল অ্যামাজন বিজনেস। শুরুর পর থেকে এই প্লাটফর্মটি অনলাইনে ব্যবসায়িক ক্রয় ও বিক্রয়ে এক নতুন ধারার সূচনা করে বিপ্লব এনেছে।

বর্তমানে অ্যামাজন বিজনেসে ১৯ কোটিরও বেশি জিএসটি নাম্বার-সহ ১০ লক্ষেরও বেশি সেলার রয়েছেন। ভারতের ৯৯.৫ শতাংশ পিনকোড এলাকায় পণ্য সরবরাহ করে চলেছে অ্যামাজন বিজনেস। বাণিজ্যিক পণ্যসামগ্রী সংগ্রহের ক্ষেত্রে সার্বিক সমাধান আনা ছাড়াও অ্যামাজন বিজনেস তাদের মোবাইল অ্যাপের (আইওএস ও অ্যান্ড্রয়েড) মাধ্যমে বাল্ক অর্ডার ও একাধিক ঠিকানায় পণ্যপ্রেরণ ব্যবস্থা চালু করেছে।

অ্যামাজন পে লেটার: ছয় বছরের মাইলস্টোন স্পর্শের বিষয়টিকে স্মরণীয় করে তুলতে অ্যামাজন বিজনেস যুক্ত হয়েছে অ্যামাজন পে লেটার-এর (Amazon Pay Later) সঙ্গে। এরফলে বিজনেস কাস্টমারদের ভার্চুয়াল ক্রেডিট প্রদান করা সম্ভব হবে। এই পদক্ষেপের ফলে সারা দেশ জুড়ে বাণিজ্যিক লেনদেন ডিজিটাইজ করা যাবে, এমএসএমই-দের জন্য ক্রেডিটের সুবিধা প্রসারিত করা যাবে এবং পেমেন্ট এক্সপিরিয়েন্স সহজতর হয়ে উঠবে। বিজনেস কাস্টমারগণ ডিজিটালি সাইন-আপ করতে পারবেন এবং ইনস্ট্যান্ট ক্রেডিটের সুবিধা গ্রহণ করতে পারবেন, যার ফলে শুধু অ্যামাজন-ডট-ইনে পেমেন্ট করা যাবে তা-ই নয়, অ্যামাজন পে কর্পোরেট গিফট কার্ড, ট্রাভেল, ইন্স্যুরেন্স ইত্যাদি ক্রয় করাও সম্ভব হবে। উল্লেখ্য, ষষ্ঠ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজনেস কাস্টমারদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট ও আরও বেশি ক্যাশব্যাকের সুবিধা প্রদান করা হচ্ছে অ্যামাজন বিজনেসের পক্ষ থেকে। ষষ্ঠ বর্ষপূর্তি প্রসঙ্গে অ্যামাজন বিজনেসের ডিরেক্টর সুচিত সুভাষ জানান, গ্রাহক ও সেলিং পার্টনারদের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ। অ্যামাজন পে লেটারের সুবিধা চালু করার ফলে গ্রাহকদের খুবই সুবিধা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *