আরবিআই-এর স্বীকৃতি পেল বন্ধন ব্যাঙ্ক

বন্ধন ব্যাঙ্ককে সরকারি স্বীকৃতি দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। অর্থাৎ বন্ধন ব্যাঙ্ক এখন থেকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি এজেন্সি ব্যাঙ্ক হিসেবে কাজ করবে। এই স্বীকৃতির ফলে বন্ধন ব্যাঙ্ক সর্বকনিষ্ঠ ব্যাঙ্ক হিসাবে ভারতের সর্বজনীন ব্যাঙ্কের তালিকায় নথিভুক্ত হল।

উল্লেখ্য, আরবিআই-এর এজেন্সি ব্যাঙ্ক হওয়ায় এখন থেকে বন্ধন ব্যাঙ্ক কয়েকটি নির্ধারিত বেসরকারি ব্যাঙ্কের সাথে সরকারি কাজকর্মও করতে পারবে। রাজ্যের কর, জিএসটি এবং ভ্যাট-এর মতো রাজস্ব প্রাপ্তি সংক্রান্ত লেনদেন করতে পারবে বন্ধন ব্যাঙ্ক। এছাড়াও কেন্দ্রীয় ও রাজ্য সরকারের তরফে স্ট্যাম্প ডিউটি, পেনশন, পেমেন্ট সংগ্রহ সহ ব্যাংকের বিস্তৃত শাখা নেটওয়ার্ক, বিশেষ করে গ্রামীণ এবং আধা-শহর এলাকায় অত্যাধুনিক পরিষেবা প্রদানেও সক্রিয় ভূমিকা নেবে বন্ধন ব্যাঙ্ক।

বন্ধন ব্যাঙ্কর সিইও চন্দ্র শেখর ঘোষ বলেন, আরবিআই, বন্ধন ব্যাঙ্ককে এজেন্সি ব্যাঙ্ক হিসাবে সরকারি কাজ করার অনুমোদন দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এবার থেকে বন্ধন ব্যাঙ্ক জাতি গঠনেও বিশেষ ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *