23
Nov
লাল পাহাড়ি দেশে যা গানটি সকলের মনে থেকে যাবে সারা জীবন। শোনা যাচ্ছে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।প্রয়াত কবি অরুণ চক্রবর্তী। শনিবার সকালেই মিলল মন খারাপের খবর। চলে গেলেন কবি না ফেরার দেশে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০ বছর। দিনের পর দিন তাঁর কলম সকলের মন জয় করে এসেছে। মাটির গল্প, মাটির কথা তাঁর মতো করে যত্ন নিয়ে খুব কম মানুষই বলেছেন। লাল পাহাড়ি দেশে যা গানটি সকলের মনে থেকে যাবে সারা জীবন। শোনা যাচ্ছে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।চুঁচুড়ার ফার্ম সাইড রোডে তাঁর বাসভবন অর্থাৎ সোনাঝুরিতেই শেষ নিঃশ্বাস…