17
Jun
ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে ২০১৯-২০ অর্থবর্ষে তারা ১৫,৩৪২টি ডেথ ক্লেইম প্রদান করেছে, যার পরিমাণ ৫৬৩ কোটি টাকা। এর দ্বারা ম্যাক্স লাইফ সর্বকালীন সর্বোচ্চ ৯৯.২২% ‘ইনডিভিজুয়াল ডেথ ক্লেইম পেইড রেশিয়ো’ অর্জন করেছে কোম্পানির বিগত পাঁচ বছরের সময়কালে। সূচনা থেকে, ম্যাক্স লাইফ তার ১,১২,৯৪৬ জন পলিসিহোল্ডারদের পরিবারের সদস্যদের ৩,২৩৮ কোটি টাকা ‘ইন্ডিভিজুয়াল ডেথ ক্লেইম’ প্রদান করেছে। ১৯-২০ অর্থবর্ষে প্রাপ্ত মোট ১৫,৪৬৩টি ডেথ ক্লেইমের মধ্যে মাত্র ১২০টিকে বাতিল করা হয়েছে ও একটিকে অর্থবর্ষের সমাপ্তিতে ক্লোজারের জন্য পেন্ডিং রাখা হয়েছে। ম্যাক্স লাইফের ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার প্রশান্ত ত্রিপাঠি জানান, ১৯-২০ অর্থবর্ষে বিগত ৫ বছরের তুলনায় অল-টাইম হাই…