19
Nov
মেদিনীপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগের জেরে পুরসভার স্বাস্থ্য বিভাগের পাঁচ জনকে শো-কজ করল মেদিনীপুর পুরসভা। মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগের বিরুদ্ধে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ তুলেছিল মেদিনীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা । তার অভিযোগ, মেদিনীপুর পৌরসভার স্বাস্থ বিভাগে ডাক্তার দেখানোর পর তার প্রেসক্রিপশনে যে ওষুধ লিখে দেওয়া হয়েছিল সেই ওষুধ নিতে মেদিনীপুর পুরসভার স্বাস্থ্য বিভাগে যান তিনি। কিন্তু তাঁকে যে ওষুধ দেওয়া হয়, তা মেয়াদ উত্তীর্ণ। অর্থাৎ গত অক্টোবর মাসেই সময় অতিক্রান্ত হয়েছে ওষুধের। তিনি ওষুধ নিয়ে বাড়িতে আসার পর দেখেন সমস্ত ওষুধগুলি মেয়াদ উত্তীর্ণ। এই বিষয় নিয়ে তখন মেদনীপুর পৌরসভার পৌরপ্রধান জানিয়েছিলেন…