16
Nov
বয়সে নবীন হলেও উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব হিসেবে উঠে এসেছে গাজোল সর্বজনীন রাস উৎসব। শুক্রবার থেকে শুরু হয়ে এই রাস উৎসব চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। ১৬ দিন ধরে চলা এই রাস উৎসব উপলক্ষ্যে গোটা গাজোল শহরকে মুড়ে ফেলা হয়েছে আলোকমালায়। রাস মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার, দুই মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং তজমুল হোসেন, জেলাশাসক নীতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মালদা জেলা পরিষদের সহসভাধিপতি এটিএম রফিকুল আলম, ভারত সেবাশ্রম সংঘের মহারাজ স্বামী বৈবস্বতানন্দজি মহারাজ বহু বিশিষ্টজনেরা। রাস উৎসবের সাফল্য কামনা করে লিখিত বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস উৎসব…