04
Jun
সঞ্জয় লীলা ভানসালী নাকি বেশ গম্ভীর একজন পরিচালক। তাঁর নাকি খুবই মেজাজ। অনেককে এমন কথাই বলতে শোনা যায়। কিন্তু এমনটা ধারণা করে বসে আছেন অনেকেই। বিশেষত তাঁরা, যাঁরা দূর থেকেই দেখেছেন মানুষটাকে। কিন্তু তিনি যে আদতে সে রকম মেজাজি নন, তা জানিয়েছেন তাঁরই একজন অভিনেত্রী। তাঁর নাম জয়তী ভাটিয়া। ভানসালী পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হীরামাণ্ডি’তে ফাট্টোর চরিত্রে অভিনয় করেছেন জয়তী। জয়তী সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভানসালী সম্পর্কে দু’-চার কথা বলেছেন। এবং জানিয়েছেন একেবারেই গুরুগম্ভীর মানুষ নন পরিচালক। তিনি কিন্তু বেশ মজার মানুষ। খানিকটা আবেগপ্রবণও। জয়তী বলেছেন, “অনেকেরই ধারণা, স্যার খুবই কঠিন স্বভাবের গম্ভীর মানুষ। অভিনেতা- অভিনেত্রীদের খুব বকাঝকা করেন। এটা…